শেরপুরে অননুমোদিতভাবে ইট তৈরির অভিযোগে তিন ভাটার মালিককে দুই লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মাহমুদুর রহমান মামুন এ অভিযান পরিচালনা করেন।
অর্থদন্ড প্রাপ্ত ইটভাটাগুলো হচ্ছে ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের স্টার ব্রিকস, শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দাপাড়া গ্রামের মা ব্রিকস ও বয়ড়া গ্রামের টু-স্টার ব্রিকস।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই অননুমোদিতভাবে ইটভাটা স্থাপন করে ওই তিন ভাটার মালিক ইট তৈরি করে আসছেন।
আজ বুধবার বিকেল তিনটার দিকে নির্বাহী হাকিম মাহমুদুর রহমান মামুনের নেতৃত্বে ওইসব ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিরেকে ইট প্রস্তুতের অভিযোগে নির্বাহী হাকিম মাহমুদুর রহমান মামুন স্টার ব্রিকসের মালিক মো. সাকিবকে এক লাখ টাকা, মা ব্রিকসের মালিক বুলবুল আহমেদকে ৭০ হাজার টাকা ও টু-স্টার ব্রিকসের মালিক ফরিদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত এই ভাটাগুলোতে ইট উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিপ্তর, ময়মনসিংহের উপপরিচালক নুর আলম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী হাকিম মাহমুদুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।