শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে ফুটবল প্রদানের লক্ষে পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মাধ্যমে ফুটবল বিতরন করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ইউপির সকল ওয়ার্ডের সদস্যদের মাঝে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী হিসেবে তিনি ফুটবল তুলে দেন।
এতে চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার অনেক প্রয়োজন। খেলাধুলা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার কোন বিকল্প নাই।
এসময় ৫নং ধলা ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।