শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান নূরল আমীন দোলার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানব বন্ধন ও তার কুশপত্তলিকা দাহ করেছে স্থানীয় এলাকাবাসীসহ ওই ইউনিয়নের ৭ ইউপি সদস্য।
আজ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
এলাকাবাসীদের লিখিত তথ্যমতে,ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগে ঘুষ গ্রহন,এস এস ম্যান্ট টাক্সের টাকা আত্নসাৎ,জন্ম নিবন্ধন,ট্রেড লাইন্সেস বিতরনে অতিরিক্ত টাকা আদায়, মাতৃত্বকালীন ভাতাকার্ড বিতরনে অনিয়ম, ৪০ দিনের কর্মসূচি বিতরনে অনিময়ম ,ভিজিএফ এর চাল আতসাৎ ও সরকারী পরিষদ থাকা স্বত্বেও নিজবাড়ীতে অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রভাব খাটানো সহ মোট ১৮টি অনিয়মের অভিযোগ তুলা হয় ।
এসময় পরিষদের বয়স এক বছরের বেশি সময় হলেও কোন ধরণের মিটিং বা রেজুলেশন নোটিশ করা হয়নি বলে উপস্থিত ইউপি সদস্যরা ক্ষোভ প্রকাশ করে তাকে বহিস্কারের দাবী করেন।