শেরপুরে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাদাত উপজেলার বলাইয়েরচর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
শনিবার বিকেলে মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতরাতে শহরের থানামোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিস্ফোরক উপাদান আইনে গত ২৯ আগস্ট সদর থানায় দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।