শেরপুরে সেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে । শহরের নবারুন পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আজকের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল ।
ছাত্রনেতা সানজিদ আল প্রত্যয়ের সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অজয় চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা , সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নূরাণী মনি প্রমুখ।
এসময় বক্তারা, শেরপুরকে আলোকিত করতে মুক্তিযোদ্ধের চেতনায় ও আদর্শ বুকে ধারণ করে শেরপুরের ছাত্র সমাজ তথা সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্ববান রাখেন সেই সাথে যেকোন সময় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।