আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, ৭৫ এর আওয়ামী লীগ ও ২০২৩ সালের আওয়ামী লীগের অবস্থা এক নয়। এখন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ একটি সু-শৃঙ্খল সংগঠন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে শেখ হাসিনা ও দলীয় নেতা-কর্মীদের ভীত করার সুযোগ নেই।
তিনি অবিলম্বে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি, শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিন্দু, নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ।
সমাবেশে বক্তারা পরে আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।