নাঈম ইসলাম : বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব। শহর থেকে গ্রাম সব জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের উপস্থিতি সরব। সমর্থকরা নিজেদের মধ্যেও আয়োজন করছেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ। বেশ জমজমাট আয়োজনে দুইদলের সমর্থকরাই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন। এ যেন নিজে জেতার যুদ্ধ নয়, নিজে জিতলেই জিতে যাবে প্রিয় দল।
শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার জিহান অটো ব্রিকস ফিল্ডে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অণির্বান তরুণ সংঘ ব্রাজিলের হয়ে এবং সোনার বাংলা যুব সংঘ আর্জেটিনার হয়ে খেলায় অংশ গ্রহন করেন । খেলায় ব্রাজিল ১-০ গোলে জয় পায়।
খেলার শুরু থেকেই দু’দলই ছন্দময় খেলা প্রদর্শন করে। প্রথমার্ধ্যে গোলশূণ্য ভাবেই ফিরতে হয় ব্রাজিল-আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধে গোলের খাতায় শূণ্য নিয়ে খেলার ৭০ মিনিটে ব্রাজিলের অনুকূলে পেনাল্টিতে কোনরকম ভুল করেননি ব্রাজিলের স্ট্রাইকার তারেক রহমান। বাকি সময়ে কোন দলই আর গোলের দেখা পায়নি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক মেরাজ উদ্দিন।
এ সময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, অর্ণিবান তরুণ সংঘের কৃষিবিদ সোহাগ, সোনার বাংলা যুব সংঘের বাকি, আখের বাজার যুব সংঘের সভাপতি আরিফুর রহমান আকিব প্রমূখ উপস্থিত ছিলেন।