বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মতিন (৩০) নামে এক যুবক। আজ রবিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। মতিন উপজেলার বালিয়াচন্ডি গ্রামের মৃত জয়নাল হকের ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ‘আজ দুপুর ২টার দিকে শ্রীবরদীর বালিয়াচন্ডি বাজারে উঁচু একটি কাঠাল গাছে আর্জেন্টিানার পতাকা টানাতে যান মতিন। পতাকার বাঁশটি কাঁচা থাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন মতিন। পরে শেরপুর সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।