শেরপুরে আব্দুল হালিম জীবন (৪৮) নামের এক আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের মধ্য নওহাটা (জেলখানা মোড়) বাসিন্দা সাইদুর রহমান সুজন মাষ্টারের ছেলে।
রবিবার (৩১ মার্চ) ভোরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৫/১৬ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে নাগরিকত্ব পেয়ে আমেরিকা গমন করেন। পরে বিয়ে করে স্ত্রীকেও আমেরিকায় নিয়ে যান। গত প্রায় দুই বছর আগে শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যাননি তিনি। সম্প্রতি আব্দুল হালিম শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। একইসাথে এ ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি ও তদন্তকাজও চলছে।