দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান।
দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বলের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জাহিদুল খান সৌরভ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিকজাহিদুল খান সৌরভ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক তথ্যধারার ব্যবস্থাপনা সম্পাদক নূর মোহাম্মদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সাংবাদিক তারিকুল ইসলাম, শাকিল মুরাদ, নাঈম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আমার সংবাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়।