শেরপুরে জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর ভিত্তি করে নির্মিত ‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল অ্যাপ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ জানুয়ারী) দুপুরে শেরপুর জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জুম মিটিং এর মধ্যমে এ অ্যাপ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)এর যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অন্যান্য জেলার মতো শেরপুর থেকে সংযুক্ত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহম্মেদ। বিএনসিসি’র ৩ টি প্রতিষ্ঠানের প্লাটুন কমান্ডার সহযোগি অধ্যাপক আল আমিন, সহযোগি অধ্যাপক জাহাঙ্গীর আলম, স্কুল শিক্ষক হাবিবুর রহমান, সামরিক প্রশিক্ষক মো. শাহিন মিয়া বিএসপিসহ অন্যান্য ক্যাডেটরা উপস্থিত ছিলেন।