শেরপুরে আবাসিক হোটেল সম্পদ প্লাজায় এবার অত্যাধুনিক লিফটের উদ্বোধন করা হয়েছে। ফলে এ জেলায় এই প্রথম কোন আবাসিক হোটেলে লিফট চালু করা হলো।
৭ ফেব্রুয়ারি সোমবার রাতে ওই লিফটের উদ্বোধন করেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর চেয়ারম্যান ও হোটেল সম্পদ প্লাজার চেয়ারম্যান আলহাজ্ব মিসেস রেহানা ইদ্রিস মহোদয়।
লিফট উদ্বোধনকালে জে.এন্ড.এস গ্রুপের চেয়ারম্যান ও হোটেল সম্পদ প্লাজার অন্যতম পরিচালক আলহাজ্ব মো: জয়নাল আবেদীন, মেসার্স হাজী কলিম উদ্দিন অটো রাইস মিলের চেয়ারম্যান ও সম্পদ প্লাজার পরিচালক মিসেস স্বপ্না, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর মাননীয় পরিচালক ও সম্পদ প্লাজার পরিচালক, গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান, পোদ্দার বস্ত্রালয় ও সম্পদ প্লাজার পরিচালক দিলীপ পোদ্দার ও রাম পোদ্দার, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সম্পদ প্লাজার অন্যতম পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।