শেরপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে কন্যা শিশুদের দেশের গান প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নমিতা দে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক লুতফুল কবির, শিশু একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য নাসরিন রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পৃথক দুই টি গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। পরে শিশু একাডেমির শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন।