শেরপুরে “ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই” প্রতিপাদ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল ১০ টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্টের উপপরিচালক আমমার হোসেন। পরে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালী শেষে শহরের অষ্টমীতলা আনসার ভিডিপি ট্রেনিং সেন্টারে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে ও জঙ্গীবাদ নির্মূলে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মজেদা বেগম, নকলা উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা আলেয়া বেগম, শ্রীবরদী উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা রওশানারা বেগম, নালিতাবাড়ি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা বেগম, ইউনিয়ন পর্যায়ের ১১৯ জন দলনেতা দলনেত্রী এবং ওয়ার্ডের ৩শতাধিক প্রশিক্ষিত ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।