শেরপুরে সমাজের পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর মাঝে উৎপাদনশীল ও টেকসই প্রশিক্ষণ শেষে কিডস্ বক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে শহরের সাতানিপাড়াস্থ আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে ইনস্টিটিউট ফর এনভারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর আয়োজনে এসব কিডস্ বক্স বিতরণ করা হয়।
উন্নয়নকর্মী এসএম আবু হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, কম্পিউটার কালেকশন এর পরিচালক এসএম আলমগীর কবির, আইইডি’র এর ফেলো সুমন্ত বর্মন, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস প্রমুখ।
পরে ঝরে পড়া আদিবাসী শিক্ষার্থীদের পাঁচটি ট্রেডে টেকসই
প্রশিক্ষণ শেষে বিউটিফিকেশন, ইলেকট্রিশিয়ান, টেইলারিং, মোটর টেকনিশিয়ান ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে কিডস্ বক্স বিতরণ করা হয়।
আইইডি সূত্র জানায়, তারা ইতিমধ্যে পিছিয়ে পড়া আদিবাসী আদিবাসী জনগোষ্ঠী বিশেষ করে যারা শিক্ষাজীবন থেকে ঝরে পড়েছে সেসব ছেলেমেয়েদের উৎপাদনশীল দক্ষতার লক্ষ্যে বিভিন্ন ট্রেনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ইতিমধ্যে তারা জেলার ৫৭ জন ছেলে মেয়েকে দশ মাস মেয়াদী প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন। প্রশিক্ষণ সময়কালে তারা প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাসিক ৩ হাজার করে টাকা এবং আবাসনের ব্যবস্থা করা হয়।