শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারতের মেঘালয় প্রদেশের সীমান্তঘেষা বারমারী সাধু লিওর খ্রীস্টান ধর্মপল্লীতে আজ ২৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে দু’দিন ব্যাপি তীর্থোৎসব শুরু হয়েছে।
‘ত্যাগ, সেবা ও প্রেমের রাণী ফাতেমা রাণী, মা মারিয়া’ এ মূল সুর নিয়ে ক্যাথলিক খ্রীষ্টানদের শুরু হওয়া দুই দিনের তীর্থ উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে খ্রীষ্টান ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীরা সকাল থেকেই তীর্থস্থানে আসতে শুরু করেছে।
বিকেলে ৩ টায় পাপ স্বীকারের মাধ্যমে শুরু হয়েছে মূল ধর্মীয় অনুষ্ঠান। এরপর পবিত্র খ্রীস্টযাগ, রাতে উৎসবের প্রধান আকর্ষন আলোক শোভাযাত্রা এবং মধ্যরাতে সাক্রান্তের আরাধনা, নিশি জাগরণ ও নিরাময় অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথম দিনের উৎসব শেষ হবে।
তীর্থের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারীতে রেখেছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এদিকে দুপুর থেকেই তীর্থ উৎসরেব পাশেই বসেছে আদিবাসীদের ব্যবহারের বিভিন্ন বস্ত্র ও আসবাবপত্র এবং শিশুদের খেলনা সামগ্রীর স্টলের আকর্ষনীয় মেলা।