শেরপুরের শ্রীবরদীর বালিজুড়ি খ্রিস্টানপাড়ায় আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে বন বিভাগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঢাকা থেকে আসা নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাছরিন কনা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পাঁচটি গারো পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।
এ সময় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজীম তিতিল, আদিবাসী ফোরামের ভূমি ও আইন বিষয়ক সম্পাদক উজ্জল আজিম, এলআরডি প্রতিনিধি এ্যাডভোকেট বুলবুল আহম্মেদ, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক চঞ্চনা চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ ও আদিবাসী নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিনিধিদল সরেজমিনে বালিজুড়ি খ্রিস্টানপাড়ায় ক্ষতিগ্রস্তদের ফসল বাগান ও বাড়ি পরিদর্শন করেন এবং স্থানীয় বনবিভাগ ও প্রশাসনের সাথে কথা বলেন।