ঈদকে সামনে রেখে শেরপুরে ব্যাতিক্রমী এক উদ্যেগ গ্রহন করেছিল আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ২ টাকার বাজারের আয়োজন করে আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ১শ হতদরিদ্রদের মাঝে ২ টাকা করে মোট ১২ টাকার বিনিময়ে চাল, ডাল, আলু ও সবজিসহ ৬ টি পণ্য কিনে নেন উপকারভোগীরা। ২ টাকা করে মোট ১২ টাকার বিনিময়ে ২ শতাধিক টাকার চাল, ডাল, আলু ও কয়েক প্রকার সবজি পেয়ে অত্যন্ত খুশি তারা।
প্রতিবন্ধী কবির বলেন, সারাদিন ভিক্ষা করে দু’শ টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শত টাকার সবজি পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।
আজকের তারুন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, এ বাজারে ২ টাকা করে মোট ১২ টাকার বিনিময়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা চালসহ ৬ টি আইটেম ক্রয় করতে পেরেছেন। এতে সবাই খুবই খুশি হয়েছেন। আমরা আজকে এ বাজার চালু করেছিলাম। যদি আমরা সকলের সহযোগিতা পায় তাহলে শেরপুরে এ বাজার প্রতিদিন চালু করার চেষ্ঠা করবো।
ক্রেতাদের কাছ থেকে ২ টাকা করে মোট ১২টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা রিলিফ নয় অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি দয়া বা করুণা নয় এটা তাদের অধিকার।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস প্রমুখ।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, আজকের তারুন্যের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।
শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস বলেন, এ সংগঠনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
এরকম একটি অনুষ্ঠনে এসে আমি গর্বিত। ভবিষ্যতে আজকের তারুন্যের যে কোন মহৎ কাজে উপজেলা প্রশাসন পাশে থাকবে।