শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে গেছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এলাকাবাসী ও দমকল বাহিনী জানায়, বিকেলে রামকৃষ্ণপুরের আমিনুল মাস্টারের বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে এলাকার কাঁচা সড়কের বেহালদশা থাকায় তাদের পৌঁছতে দেরি হয়।
২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ বলেন, আগুনে আধাপাকা ওই বাড়ির ৪টি কক্ষের খাট, আলমারি, ফ্রিজসহ সকল আসবাবপত্র, মোটরসাইকেল এবং ঘরের চালের কাঠের কাঠামো ভষ্মীভূত হয়ে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শুভল দেব নাথ বলেন, খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
তবে স্থানীয়রা আগেই নিয়ন্ত্রণে আনেন। আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক কিছু যানায়নি অই কর্মকর্তা।