শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ওই ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী,সমাজ সেবক শাহজাহান আলম স্বপন।
তিনি আজ রবিবার বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন এবং শোকাহত পরিবারকে সান্তনা দিয়ে ধর্য্যধারণ করার আহবান জানান।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাশেম আলী লিটন, সামছুল হক, ছাত্রলীগ নেতা আলম,জুয়েল সহ অন্যান্যরা।