শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লায় অবস্থিত আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদরাসার নাজেরা বিভাগের উদ্যোগে নাজেরা ছাত্রদের ছবক প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়ছে।
রবিবার (২০) আগষ্ট দুপুরে মাদ্রাসায় এ ছবক প্রদান করা হয়।
এসময় মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ ক্বারি মাসুম বিল্লাহ ২৫ জন শিক্ষার্থীদের ছবক প্রদান করেন।
মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারি সাখওয়াত হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ জিয়া সরকারের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম হাটহাজারী।
আলোচনা সভা, ছবক ও হামদ নাত শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারি সাখওয়াত হোসেন সোহাগ ।
এ সময় মাদরাসার সভাপতি লুৎফর রহমান, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল করিমসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদরাসার কোষাধ্যক্ষ জিয়া সরকার জানান, আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে দীর্ঘ ২০ বছর ধরে কোরআনের আলো ছড়ানো উক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে নূরাণী, নাজেরা হেফজ বিভাগে নিয়মিত আবাসিক অনাবাসিক মিলিয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী যোগ্য মানুষ গড়ার জন্য মনোরম পরিবেশে আধুনিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।