শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বিকেলে শহরের বটতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সাবেক সংরক্ষিত সাংসদ ও জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্মআহ্বায়ক ফাতেমাতুজ্জোহুরার নেতৃত্বে শোভাযাত্রায় আওয়ামীলীগ, আওয়ামী যুব মহিলা লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও কর্মজীবী নারী অংশগ্রহণ করেন। পরে জেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নির সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী প্রভাষক হাফিজা মুনমুন, লাবনী আক্তার, পারুল বেগম, মাহমুদা রহমান শিমু, নুরজাহান ঝরণা, মাহমুদা বেগম, পারভীন আক্তার, তাহেরা পারভীন রূপা, স্মৃতি আক্তার, বেবী আক্তার বুবলী, রিপা আক্তার প্রমুখ।