দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে জেলায় এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
যৌথ মহড়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদলসহ জেলা প্রশাসন, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।