শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের যৌথ প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বার ভবন মিলনায়তনে আয়োজিত ওই ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়। পরিচিতি অনুষ্ঠানে সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ অন্যান্য প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
নির্বাচন কমিশনার খন্দকার মাহবুব উদ্দিন রকীবের পরিচালনায় অপর ৩ কমিশনার এডভোকেট মধুসূদন দত্ত, এডভোকেট জাহিদুল হক আধার ও এডভোকেট হাছেন আলীসহ সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ২নং বার ভবন মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।