শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। ৭ মার্চ বুধবার বিকেলে সমিতির ২ নং ভবন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের শপথ পাঠ করান নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (পদোন্নতিপ্রাপ্ত জেলা জজ) মোঃ সাইফুর রহমান রহমান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সাবেক জিপি এডভোকেট মোঃ আনিসুজ্জামান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান, প্রতিদ্বন্দ্বিতাকারী সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারক, নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য, আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট জাহিদুল হক আধার। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।