“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ফ্রিলান্সার তৈরির উদ্যোগে ” শ্লোগানকে সামনে রেখে শেরপুরে কেএম আইটি ফার্ম নামে একটি আইটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের খরমপুরস্থ প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এ আইটি প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু।
প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার মিনহাজ উদ্দিনের সঞ্চলনায় এসময় প্রিয় অতিথি হিসেবে যথাক্রমে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, আইসিটি ডিভিশনের জেলা প্রোগ্রামার তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, শিক্ষা বিষয়ক উদ্যোগ জবস্ প্রিপারেশন এন্ড লার্নিং অ্যাপ প্রিয় শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা প্রভাষক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, গারো পাহাড়ের পাদদেশে এ জেলায় আইটিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ছিল। যা আজ থেকে হয়ত পূরণ হবে। লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করতে পারলে সারাদেশের মধ্যে আমাদের জেলার ফ্রিলান্সারা পরিচিত হয়ে উঠবেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যোদ্ধা হিসেবে কাজ করতে পারবেন।
এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আরেক কর্ণধার ফ্রিলান্সার মার্কেট প্লেস আপওয়ার্ক ও ফাইভারের টপরেটেড আসাদ কবীর সহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।