শেরপুরে অনুর্ধ্ব-২১ আন্তঃউপজেলা আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা-২০১৭ রবিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি ,সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুটবল উপ-পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু ও কাবাডি উপ-পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।
উদ্বোধনী খেলায় শেরপুর সদর থানা দল ঝিনাইগাতী থানা দলকে ৩৪-১৯ পয়েন্টে পরাজিত করে। দ্বিতীয় খেলায় নালিতাবাড়ী থানা দল শ্রীবরদী থানা দলকে ৩৪-২৫ পয়েন্টে পরাজিত করে।