মানবতার কল্যাণে মানবসেবা এই শ্লোগানকে ধারণ করে শেরপুর সদর উপজেলার ব্যাঙ্গের মোড় এলাকার স্থানীয় গুচ্ছ গ্রামের সরকারি ঘর প্রাপ্ত ৩০টি পরিবার সহ শেরপুর সদরের ১০০ টি অসহায় পরিবারে মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ আগষ্ট বুধবার দুপুরে শেরপুর সূবর্ণা জনকল্যান সমিতি ও শেরপুর ফুড হাউজের আয়োজনে এ করোনা সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন । এসময় সূবর্ণা জনকল্যান সামিতির সভাপতি খাদিজা আক্তার,নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক আল- আমিন হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেরপুর সূবর্ণা জনকল্যান সমিতির নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক আল- আমিন হোসেন জানান, আমরা জনসেবামূলক কাজ করে থাকি তাই সবসময় মানুষের পাশে থেকেই কাজ করে যেতে চাই।