‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এ স্লোগানকে ধারন করে শেরপুরে অভিবাসী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ওই র্যালীটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
পরে, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোনিনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, পৌর প্যানেল মেয়র (১) নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল ও সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ।