শেরপুরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংশ হয়েছে । সেই সাথে জড়িত একজনকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ২ ট্রাক অবৈধ বালু ।
জেলা আইন শৃংখলা মিটিং এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ সকালে শেরপুর সদর উপজেলার মৃগি নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার আদালত এই অভিযান পরিচালনা করেন।
এব্যাপারে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর টাইমসকে জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে সদর উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।