শেরপুরে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০১৯’র উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ দারোগ আলী পৌর পার্কে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ ৫ উপজেলার ইউএনওগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় (বালিকা) নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে নালিতাবাড়ী উপজেলা একাদশ ২-১ গোলে ঝিনাইগাতী উপজেলা একাদশকে পরাজিত করে।
আর বালকদের খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ঝিনাইগাতী উপজেলা একাদশ ৩-২ গোলে নালিতাবাড়ী উপজেলা একাদশকে পরাজিত করে।