শেরপুরের নকলায় তিনটি অনুমোদনহীন সেমাই ও জুসের কারখানায় অভিযান করেছে র্যাব ১৪। আজ বিকেলে উপজেলার রিমি প্রোডাক্ট, বর্নফুল সেমাই ও বনফুল (নকল) সেমাই নামের তিনটি প্রতিষ্ঠানে জরিমানা ও একটি নকল সেমাইয়ের কারখানা সিলগালা করে ভ্রাম্যমান আদালত। এসময় নকলা উপজেলায় বর্নফুল সেমাই বিক্রিতে নিষেধাজ্ঞাও করা হয়েছে।
র্যাব-১৪ এর এএসপি সবুজ রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে নকলা উপজেলার চারটি নকল জুস, কয়েল, সেমাই ও বেবি ফুড তৈরীর কারখানায় অভিযান চালায় র্যাব ১৪ এর একটি দল। পরে রিমি প্রোডাক্টের মালিককে একলাখ ও বর্নফুল সেমাই কারখানার তিন মালিককে দেড় লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, নকলায় রিমি প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের মালিক সোহেল রানা মিজানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩,৫২ ও ৫৩ ধারায় এক লাখ ও বর্নফুল সেমাইয়ের নকল প্রতিষ্ঠানের প্রধান আঙ্গুর মিয়া, আব্দুল জলিল ও আলমগীর হোসেনকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় দেড় লাখ টাকা জরিমানা ও সেমাইয়ের কারখানা সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব-১৪ এর এএসপি সবুজ রানা, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।