শেরপুর শহরের অন্যতম ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার সকালে অতস’র দমদমা জেলা কারাগার মোড়স্থ অঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক শ্বেত কপোত ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আনিসুর রহমান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, জেলা কারাগারের জেলার মোঃ ইসমাইল হোসেন, বিকেবি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা আকন্দ, ন্যাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী।
সংগঠনের সভাপতি কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী মাস্টার, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদুল আলম সরকার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আওরঙ্গজেব সুমন, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম আকন্দ মাস্টার, কার্যকরী সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সরকার প্রমুখ।
সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, নবনির্বাচিত কাউন্সিলর রহুল আমিনসহ সংগঠনের উপদেষ্টা, পরিচালক, বর্তমান ও সাবেক কর্মকর্তা, সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর অতিথিসহ সকলের অংশগ্রহণে জেলা কারাগার মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি।
র্যালিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ও গৌরবের ২৫ বছরে অতস খচিত ডালাসহ থাকে বৈচিত্র্যময় সংযোজন। র্যালিটি শেরপুর-শ্রীবরদী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে রজতজয়ন্তী উৎসবের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমাযুন কবীর রুমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান। এরপর সমাপণী পর্বে বিজয় টিভির গানে গানে সেরা কণ্ঠশিল্পী মীমসহ ময়মনসিংহ ও জামালপুরের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।