শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামে দ্রুতগামী সিএনজি চালিত অটো রিকসা চাপায় রমজান আলী (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মোঃ মাসুদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রমজান তাদের বাড়ির সামনের শেরপুর-কামারেরচর সড়কের রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি দ্রুতগামী সিএনজি অটো রিকসা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত শিশু রমজান আলীর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি করে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির বাবা মাসুদুর রহমান বিনা ময়নাতদন্তে তার ছেলে রমজান আলীর লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।