শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিকশা চালক কিশোর রফিক মিয়া (১৫) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান
তিনি জানান, জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দূধনই গ্রামের জহুরুল হকের ছেলে রফিক মিয়া সোমবার (১২ সেপ্টেম্বর) ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড় থেকে রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে এই ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালি নগরের মোস্তফাকে ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার সিক স্টোর থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার তালতলা দুধনই এলাকার নুর ইসলামকে গ্রেফতার করে র্যাব। তারা উভয়ই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, তারা ছিনতাই চক্রের সদস্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অটোরিক্সা ও ব্যাটারি চুরির পর বিক্রি করে। তাদেরকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।