শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মোশারফ হোসেন (৪৩) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার লংগরপাড়ার গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোশারফ কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন রাতের বেলায় অটোরিক্সা চালাতে বেশি পছন্দ করতো। এজন্য বেশিরভাগ সময় দিনে ঘুমিয়ে রাতে অটোরিক্সা চালাতো। প্রতিদিনের ন্যায় রোববার (১১ই সেপ্টেম্বর) রাতে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে উপজেলার লংগরপাড়ার গলাকাটা-উলুকান্দা এলাকার একটি ডোবাতে অজ্ঞাত একজনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করে এটি মোশারফের মরদেহ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে হৃদয় মিয়া বলেন, ব্যাটারি চালিত অটোরিক্সা বেহাত করার উদ্দেশ্যে কোন চোর চক্র আমার বাবাকে হত্যা করে এখানে ফেলে গেছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।