শেরপুরে অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যায় শিশুদের আধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে দিনব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএডি) এর আয়োজনে শেরপুর সদর উপজেলার অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সেলিম মিয়া, সদর উপজেলা মৎস কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হামিদুর রহমান ও এনএএএনডি প্রকল্প কর্মকর্তা মো: ফয়সাল রহমান প্রমুখ ।
এসময় এই ওয়ার্কশপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের শতাধিক দায়িত্বশীল ব্যাক্তি অংশগ্রহন করেন।
খবরটির ভিডিও দেখতে ক্লিক করুন আমাদের টাইমস টিভিতে এখানে ক্লিক করুন