শেরপুর সদর উপজেলার মৃগী নদী থেকে অজ্ঞাতপরিচয় এ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার অষ্টমীতলা পূর্ব শেরী এলাকার মৃগী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে উপজেলার অষ্টমীতলা পূর্ব শেরী এলাকার মৃগী নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
শেরপুর সদর থানার (ওসি তদন্ত) মো. বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া ওই নারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।