তৃতীয় ধাপের শেরপুরের নকলা ও নালিতাবাড়ীর ইউপি নির্বাচনে ২১টি ইউপিতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুই উপজেলার ৩লাখ ৩৪হাজার ৪৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবার নকলা উপজেলায় ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৮৬ জন সাধারণ সদস্য প্রার্থী ও ৮৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৭০ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নালিতাবাড়ীর দুই ইউপির চেয়ারম্যান জয়ী হয়েছেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার।