রাত পোহালেই শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জেলা নির্বাচন অফিস ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা গত কয়েকদিন বিরামহীনভাবে প্রচারণা চালিয়েছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। এখন বাকী ফলাফল। কারা পড়বেন বিজয়ে মালা, এ নিয়ে চলছে আলোচনা। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চেয়ারম্যান পদে ১১টিতে অনুষ্ঠিত হচ্ছে। একক প্রার্থী থাকায় কামারেরচর ইউপিতে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পাকুড়িয়া ইউপিতে আলহাজ্ব হায়দার আলী ও গাজীরখামার আওলাদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই তিনজনই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। উপজেলার ১৪টি ইউনিয়নে ২ লাখ ৯০ হাজার ৭১৫ জন ভোটার রয়েছেন।
জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার জানিয়েছেন, সদরের ইউপি নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, র্যাব ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোন কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।