শেরপুরের সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়ের মা রানু বালা সাহা রায় (৯০) আর নেই।
তিনি বার্ধক্যজনিত কারণে ২৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শহরের গোপালবাড়ী এলাকার বাসায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রানু বালা সাহা শেরপুরের প্রথম সংবাদপত্র এজেন্ট প্রয়াত রাধা বল্লভ সাহা রায়ের সহধর্মিনী ছিলেন। তার ছোট ছেলে শুভাশীষ সাহা রায় প্রথম আলোসহ অন্যান্য সংবাদপত্রের এজেন্ট। বুধবার রাতে শেরপুর পৌর শেরী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
এদিকে রানু বালা সাহা রায়ের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।