শেরপুরের শ্রীবরদী থেকে নিখোঁজের ৪ দিন পর জামালপুরের ইসলামপুর থেকে অটো রিক্সা চালক শাকিল মিয়া (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পূর্ব বেনুয়ারচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত শাকিল শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া শেখদী গ্রামের কালা মিয়ার ছেলে।
নিহতের পিতা কালা মিয়া জানান, শাকিল গত রবিবার সন্ধায় শ্রীবরদী উপজেলা থেকে যাত্রী নিয়ে ঝগড়ারচর বাজারে এসে আর বাড়ি ফিরে যায়নি। কে বা কারা তার ছেলেকে হত্যা করে অটো রিক্সা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকৃত অটো রিক্সাটি বুধবার সন্ধায় শেরপুর থেকে উদ্ধার হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার সকালে চরপুটিমারী ইউনিয়নের পূর্ব বেনুয়ারচর গ্রামবাসী ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।