শেরপুরের শ্রীবরদীতে ১১০টি ইয়াবা বড়িসহ মো. আব্দুস সামাদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাদ উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাকড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার কুরুয়া বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার পুলিশ গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুরুয়া বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশ আব্দুস সামাদকে গ্রেপ্তার ও তাঁর নিকট থেকে ১১০টি ইয়াবা বড়ি জব্দ করে। এসব বড়ির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার শনিবার বিকেলে বলেন, গ্রেপ্তার সামাদের বিরুদ্ধে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।