শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ যোহর শহরের মাই সাহেবা মসজিদে করোনায় আক্রান্ত শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ এর ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়াতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ডিআইও ১ আবুল বাশার মিয়া, মসজিদের মোয়াজ্জেম মোহাম্মদ মনিরুল হক সহ দুই শতাধিক মুসল্লী এই অংশগ্রহণ করেন। দোয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও করোনা কালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর অবদান তুলে ধরে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানান, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল।
এরপর মাই সাহেবা মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মোস্তাইম বিল্লাহ দোয়া পরিচালনা করেন ৷ জেলা কমিউনিটি পুলিশং ফোরাম, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন, সমকাল সুহৃদ সমাবেশ ও অদম্য শেরপুর এই বিশেষ দোয়ার আয়োজন করে।