শেরপুরের বিশিষ্ট শিল্পপতি দানবীর ও শিক্ষানুরাগী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি সোমবার (১২ এপ্রিল) রাত সোয়া নয়টায় ঢাকার ডা. আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনী, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর রানী এলিযাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন।
আলহাজ্ব ইদ্রিস মিয়া শেরপুরের তার কোম্পানীর প্রধান কার্যালয়সহ বিভিন্ন অফিস পরিদর্শন শেষে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে ৯ এপ্রিল তিনি ঢাকায় চলে যান। পরিস্থিতির অবনতি হলে তাকে সোমবার সকালে ডা. আনোয়ার খান মডার্ণ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া নয়টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে, আট মেয়েসহ অনেক গুণগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে যান।
এদিকে, আলহাজ্ব ইদ্রিস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর টাইমস পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) নামাজে জানাযা শেষে তাকে তার বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিশিষ্ট এই দানবীর ও শিক্ষানুরাগী ইদ্রিস মিয়া শেরপুরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, শেখহাটি কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণপুরে আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, রেহানা ইদ্রিস মডেল একাডেমী প্রতিষ্ঠাসহ বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য অনেক আর্থিক সহায়তা করেছেন।
তার প্রতিষ্ঠিত রসিদা বিড়ি শেরপুরে বেশ সুনাম কুড়িয়েছে৷ এছাড়া তার শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজারো শ্রমিক-কর্মচারী চাকুরী করে জীবীকা নির্বাহ করে যাচ্ছেন।