শেরপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলার বাজিতখিলা ইউপির ৩ দফায় নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মো. হান্নান (৭০) আর নেই।
তিনি মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আল হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অনেক আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের ছোট ভাই আল হেলাল জানান, বুধবার সকাল ১১ টায় সুলতানপুরস্থ ইউনিয়ন পরিষদ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।