শেরপুরের উদ্যোক্তাদের নিয়ে জেলায় প্রথম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উদ্যোক্তা কমিউনিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ।
উদ্যোক্তা কমিউনিটির প্রধান সমন্বয়ক ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অই সম্মেলনে প্রিয় অতিথি হিসেবে ছিলেন লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা বিসিকের উপ ব্যবস্থাপক বিজয় কুমার, বিকেবির মূখ্য আঞ্চলিক অফিসার সুভাষ চন্দ্র সাহা, সোনালী ব্যাংক শেরপুরের আঞ্চলিক শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, জয়িতা সাবিহা জামান শাপলা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।