আগামী ৩ জুলাই থেকে শেরপুরে পুলিশ কন্সটেবল পদে লোক নিয়োগের পরীক্ষা শুরু হবে। ওই নিয়োগে ১০৩ টাকার অতিরিক্ত কোন অর্থ ব্যয় করতে হবে না এমন শ্লোগানে আজ ২৮ জুন শুক্রবার জেলার প্রতিটি মসজিদ ও পাবলিক প্লেসে ৫০ হাজার লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলার গাজীর মসজিদ থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এসময় উপস্থিত ছিলেন গাজীর খামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আশরাফ উদ্দিন, সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, গোয়েন্দা পুলিশের ওসি মো. মোখলেছুর রহমান প্রমূখ। পরে জেলা শহরের নৌহাটা খোয়ারপাড়সহ বেশ কয়েকটি এলাকায় এসপি আজীম জনগনের মধ্যে লিফলেট প্রদান করেন।
লিফলেটে বলা হয়েছে, টাউট, প্রতারক অসাধু ব্যক্তিদের প্রলোভনে / ফাঁদে পা দিয়ে কোন প্রকার লেনদেন করবেন না।
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ১০০ টাকার চালান ফি ও ৩ টাকা মূল্যের কন্সটেবল ভর্তি ফরম ছাড়া কোন টাকা লাগবে না।
এক শ্রেণীর অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রার্থীদের মধ্যে থেকে তুলনামূলক মেধাবী প্রার্থীদের টার্গেট করে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে থাকে। পরবর্তীতে এসব প্রার্থী নিজ যোগ্যতায় চাকরি পেয়ে গেলে সেই চক্র এটিকে নিজেদের সাফল্য দাবী করে। তাই এ প্রতারক চক্র সর্ম্পকে সচেতন থাকুন, এদের ধরিয়ে দিন। এ ব্যাপারে লিফলেটে এসপি, এএসপিসহ ৫জন পুলিশ কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, পুলিশে নিয়োগ সর্ম্পূন স্বচ্ছ করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। জেলার গুরুত্বপূর্ণ ৩৭টি মসজিদসহ বিভিন্ন পাবলিক প্লেসে ৫০ হাজারের অধিক লিফলেট দু’দিনের মধ্যে বিতরণ করা হবে। নিয়োগ হবে মেধার ভিত্তিতে। কোন প্রকার তদবির কিংবা অর্থ দিয়ে কেউ নিয়োগকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি তারা পুলিশের লোক হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।