শেরপুরের পাকুরিয়ায় আক্কাছ আলী (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আক্কাছ সদর উপজেলার পাকুরিয়া তিলকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। বৃহস্পতিবার রাতে পাকুরিয়া তিলকান্দি গ্রামের রৌহা বিলসংলগ্ন একটি ধান ক্ষেত থেকে সদর থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে আক্কাছ আলী গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে আত্মীয়-স্বজন জানতে পারেন, রৌহা বিলসংলগ্ন ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। পরে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর-থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক মো. বন্দে আলী মিয়া আজ শুক্রবার দুপুরে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য আজ শুক্রবার দুপুরে জেলা সদর হসাপাতাল মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়েছে।