শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের জন্য শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত। আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের রজনীগন্ধা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) ফরিদ আহমদ ।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, শেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল প্রমুখ।
অনুষ্ঠানে পরিবহন চালক ও শ্রমিকদের শব্দ দূষণের বিষয়ে সচেতন, কিভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।